আবুল কালাম আজাদ, বিমেষ প্রতিনিধিঃ
কুমিল্লা আদর্শ সদর উপজেলার টিক্কারচর বাবুল মিয়ার চা দোকানের সামনে মঙ্গলবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক নব মুসলিম পরিবারের উপর হামলা চালিয়ে ৪ জনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
আহতরা কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, কুমিল্লা আদর্শ সদর উপজেলার টিক্কারচর বাবুল মিয়ার চা দোকানের সামনে মঙ্গলবার সন্ধ্যায় টিক্কারচর গ্রামের মৃত: গোলাম মাওলার পুত্র আ: রহমান (২৮) বসে ছিলেন এমন সময় একই গ্রামের মৃত: বদিউল আলম বদু মিয়ার পুত্র খোরশেদ মিয়া (৪৫), খোরশেদ মিয়ার পুত্র রানা, লালু মিয়া (৫৩), রেখা (২৫), শাখা (৪৯) আনোয়ার (৩৮), সুমন গংরা আ: রহমানের উপর অতর্কিত হামলা চালায়। খবর পেয়ে আ: রহমানের পরিবারের লোকজন ছোটে এলে তাদের উপরও হামলা চালায়। হামলায় মরিয়াম বেগম (২৩), হাজেরা বেগম (৪৫), মোস্তফা (৩০) আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। আহত আ: রহমান ও মরিয়ম বেগমের অবস্থা আশংকাজনক বলে সদর হাসপাতালের কর্তৃব্যরত ডাক্তার জানান। হামলার সময় হামলা কারীরা মরিয় বেগমের গলা থেকে স্বর্ণের চেইন ও কানের দোলা এবং আ: রহমানের ব্যবহৃদ দামী মোবাইল সেট ছিনিয়ে নেয়। বুধবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল। আহত আ: রহমান জানান, আমরা ২০০৪ সালে স্ব-পরিবারে হিন্ধু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করি। স্থানীয় কোন জায়-জামেলায় আমরা কখনো জড়াইনি। আমি বাবুল মিয়ার চা দোকানের সামনের সিড়িতে বসা ছিলাম। তারা ওখানে মাদক কেনা-বেচা করে বিষয়টি আমার জানা ছিল না। আমি থাকার কারণে তাদের মাদক কেনা-বেচাতে সমস্যা হচ্ছিল। আমি কিছু বুঝে উঠার আগেই তারা প্রথমে আমার উপর ও পরবর্তীতে আমার পরিবারের উপর হামলা চালায়। আমি প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত সাপেক্ষে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, বিষয়টি আর জানা নেই। অভিযোগ গেলে অপরাধীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা গ্রহণ করাহবে।