খেলাধূলা ডেস্ক রির্পোটঃ
ফিফার অফিসিয়াল ওয়েব সাইটে ভক্তদের পাঠানো সেরা ৫টি মুহুর্তের তালিকায় বাংলাদেশের নারী ফুটবলার মনিকা চাকমার নাম উঠে এসেছে। এই সপ্তাহে সেরা মুহুর্ত হিসাবে স্থান করে নিয়েছে মনিকার গোলটি। মনিকার গোলটিকে সেরা পাঁচে রেখে বাংলাদেশের রাঙ্গামাটির এই ফুটবল কন্যাকে ‘ম্যাজিক্যাল চাকমা’ খেতাব দিয়েছে ফিফা।
বঙ্গমাতা (অনূর্ধ্ব-১৯) আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলের সেমি ফাইনালে বাংলাদেশ ৩-০ গোলে মঙ্গোলিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছিল। সেই খেলায় প্রথমার্ধের ৪৫ মিনিট পর্যন্ত বাংলাদেশ গোলের দেখা পাচ্ছিল না। বিরতির আগ মুহুর্তে ইনজুরি টাইমে মনিকার অসাধারণ গোলে লিড পায় বাংলাদেশ। চোখ ধাঁধানো সেই গোলকে বিশ্বমানের গোলের সঙ্গে তুলনা করেছেন দেশের ফুটবল পন্ডিতরা। বক্সের উপরে ডান দিক থেকে বলটা পেয়েই বাতাসে ভাসানো বলের ওপর চোখ জুড়ানো ভলি করেন মনিকা। টিভির পর্দায় সেই গোল দেখে একজন প্রবাসী বাঙ্গালি ছবি তুলে সেটিকে ফিফার ওয়েবসাইটে পোস্ট করেন। ফিফার ফ্যানস ফেভারিট ক্যাটাগরিতে জায়গা পাওয়া মনিকার গোলটি সেরা পাঁচে জায়গা পেয়েছে।