মুরাদনগর বার্তা ডেস্কঃ
রোজ সোমবার, ০১ ফেব্রুয়ারী ২০১৬ ইং(মুরাদনগর বার্তা ডটকম)ঃ
শেরপুরের নালিতাবাড়ীতে বুরুঙ্গা-কালাপানি পাহাড়ে বিপুল পরিমাণ গোলাবারুদ ও অস্ত্র উদ্ধার করেছে র্যাব-৫। রবিবার দিবাগত গভীর রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এসব গোলাবারুদ ও অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব সদর দফতরের মিডিয়া অ্যান্ড লিগ্যাল শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, ‘রবিবার দিবাগত গভীর রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত বিপুল পরিমাণ গোলাবারুদ ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব গোলাবারুদ ও অস্ত্র জঙ্গি সংগঠনের কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার অভিযান চলছে।’