এম এম হাসনাত জামান, ০৯ ডিসেম্বর(মুরাদনগর বার্তা ডটকম):
কুমিল্লার মুরাদনগর উপজেলার ইকরা এম আই একাডেমিতে মঙ্গলবার সকালে বার্ষিক করুকলা প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইকরা এম আই একাডেমির অধ্যক্ষ মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা অহিদুল ইসলাম মাষ্টার, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অভিবাবক এম এম হাসনাত জামান, শিক্ষক আমান উল্লাহ সাহেদ, জসিম উদ্দিন, হাসান রেজা, রিয়াজুল ইসলাম, শাহিদা আক্তারসহ একাডেমির সকল শিক্ষক শিক্ষার্থীরা।
ইকরা এম আই একাডেমির ছাত্র-ছাত্রিরা নিজ হাতে মাটি দিয়ে তৈরী বিভিন্ন সামগ্রী করে কারুকলা প্রদর্শনীতে প্রদর্শন করে।