মো: আরিফুল ইসলাম, স্টাফ রির্পোটার, মুরাদনগরঃ
রোজ সোমবার, ০৮ ফেবব্রুয়ারী ২০১৬ ইং(মুরাদনগর বার্তা ডটকম):
কুমিল্লার মুরাদনগর উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের লক্ষ্যে সোমবার বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত ঢেউটিন ও গৃহ নির্মানের জন্য নগদ অর্থ ক্ষতিগ্রস্থদের মঝে বিতরন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনসুর উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থদের মঝে সহায়তা প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন (এফসিএ)।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আজগর আলী, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: জাকির হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: আবু তাহের, কুমিল্লা উঃ জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক পার্থ সারথী দত্ত প্রমুখ।