মো: দেলোয়ার হোসেন, স্টাফ রির্পোটারঃ
রোজ শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০১৬ইং(মুরাদনগর বার্তা ডটকম):
কুমিল্লার চান্দিনায় অজ্ঞাত পরিচয় (৩০) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সোয়া ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা কাঠেরপুল এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম ও পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মহাসড়কের পাশে পেন্ট ও কালো গেঞ্জি পরিহিত এক অজ্ঞত যুবকের লাশ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন কুমার দাস জানান, ধারণা করা হচ্ছে- অন্য কোথাও তাকে হত্যা করে মহাসড়কের পাশে ফেলে দেয় দুর্বৃত্তরা। এসময় নিহতের পাশে একটি খেলনা পিস্তল পড়ে থাকতে দেখা গেছে।