মো: রায়হান চৌধুরী, স্টাফ রির্পোটার, মুরাদনগরঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলার রাজা চাপিতলা গ্রামের নিজ বাড়ি থেকে সোমবার বিকেলে ৩১ বছর পর ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী আব্দুর রশিদকে (৬৫) আটক করেছে নব-নির্মিত বাঙ্গরা বাজার থানা পুলিশ।
আটককৃত আব্দুর রশিদ উপজেলার চাপিতলা গ্রামের মৃত অছিম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, ১৯৮৩ সালে মুরাদনগর থানার একটি ডাকাতি মামলায় মুরাদনগর উপজেলার রাজা চাপিতলা গ্রামের আব্দুর রশিদকে ৭ বছর সশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড দেয় আদালত। রায়ের পর থেকে সে দীর্ঘদিন দেশের বিভিন্ন স্থানে পালিয়ে ছিল। বহুকাল পর পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ঈদ করার জন্য সে বাড়িতে আসে। গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে বাঙ্গরা থানার এসআই গোলাম মোস্তফার নেতৃত্বে একদল পুলিশ বাড়ির সামনের চা-দোকান থেকে তাকে গ্রেফতার করে।
বাঙ্গরা থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান, সাজাপ্রাপ্ত আসামী বাড়িতে আসার সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হবে।