মো: রায়হান চৌধুরীঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে শনিবার দুপুরে স্বনির্ভর যুব উন্নয়ন সংঘের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা দেওয়া হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব ও বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সাভারের এমডিএস রঞ্জিত কুমার সেন এনডিসি। স্বরাষ্ট মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব রিয়াজুল হকের নান্দনিক উপস্থাপনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনসুর উদ্দিন ও বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন।
স্বনির্ভর যুব উন্নয়ন সংঘের সভাপতি আব্দুল মতিন খোকনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হাইকোর্ট ও সুপ্রীম কোর্টের এডভোকেট ইদ্রিসুর রহমান, মুক্তিযোদ্ধা ও সাবেক নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হানিফ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান সেলিম, সহকারী শিক্ষক শাহনুর আলম খান ও বাঙ্গরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সদস্য মাওলানা নুরুল্লাহ।
এতে সাংবাদিক, মুক্তিযোদ্ধা, বিদ্যালয় ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন ও স্বনির্ভর যুব উন্নয়ন সংঘের কার্যনির্বাহী কমিটির নের্তৃবৃন্দসহ সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ বিদ্যালয়ের প্রাক্তন ক’জন ছাত্র মিলে ২০০৪ সালে ‘স্বনির্ভর যুব উন্নয়ন সংঘ’ নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন করে প্রতিবছরই শিক্ষার্থীদের এ ভাবে সংবর্ধণা দিয়ে প্রশংসা কুড়িয়ে আসছে।