নাজিম উদ্দিন, মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতাঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলায় জুলাই-আগস্টের ঐতিহাসিক গনঅভ্যুত্থানে আবু সাঈদ, ওয়াসিম আকরাম এবং মুরাদনগর উপজেলা থেকে শহীদ ছাব্বির, শাহ্ আমানত উল্লাহ্, আব্দুল আউয়াল, নাজমুল, পারভেজ, আবুল হোসেন ও ইমন সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় কলেজ ও মাদ্রাসা ছাত্রদলের ব্যানারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ আসর মুরাদনগর সংসদীয় আসনের সাবেক পাঁচ বারের এমপি ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সার্বিক তত্বাবধানে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন ৮টি কলেজ ও চারটি মাদ্রাসা ছাত্রদলের নেতৃবৃন্দ।
মুরাদনগর কাজী নোমান আহমেদ ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি এনামুল হক, সিনিয়র সহ-সভাপতি তামিম, সাধারন সম্পাদক ছাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আকাশ, শ্রীকাই সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এনামুল হক, সিনিয়র সহ-সভাপতি ইউনুছ মিয়া, সাধারন সম্পাদক ছাইফুল ইসলাম, কোম্পানিগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক ছাইফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি সবুজ আহমেদ, জাহাপুর কমলাকান্ত একাডেমি এন্ড কলেজ ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান ফাহিম, সিনিয়র সহ-সভাপতি আরফিন, সাধারন সম্পাদক রিফাত উদ্দিন, বাঁশকাইট রফিকুল ইসলাম মিঞা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আবুল কালাম আজাদ, সিনিয়র সহ-সভাপতি আহাদ সরকার, সাধারন সম্পাদক ইয়াছিন মুন্সি, চাপিতলা ফরিদ উদ্দিন সরকার ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ইয়াছিন সরকার, সিনিয়র সহ-সভাপতি তামিম ভূইয়া, সাধারন সম্পাদক আহসানুল হক, কোড়েরপাড় আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি সাকিব হাসান, সাধারন সম্পাদক রাকিব হাসান, বাঙ্গরা বেগম সুফিয়া সওকত কলেজ ছাত্রদলের সভাপতি মীর আসিফ, সাধারন সম্পাদক আব্দুল সাত্তার, নবীয়াবাদ আলহাজ্ব ওয়াদুদ সরকার কামিল মাদ্রাসা ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারন সম্পাদক সাকিবুল ইসলাম সোহাগ, পরমতলা ইদ্রিসিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হৃদয়, দৌলতপুর রহমানিয়া দারুসসুন্নাহ আলিম মাদ্রাসা ছাত্রদলের সভাপতি আহসান জামিল শুভ, সিনিয়র সহ-সভাপতি মাহফুজুর রহমান, খামারগ্রাম ও, এস ইসলামিয়া আলিম মাদ্রাসা ছাত্রদলের রুহুল আমিন, সাধারন সম্পাদক রিফাত খানের নেতৃত্বে দোয়া ও মিলাদ মাহফিল সমপন্ন হয়েছে।
এসময়, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থেকে মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ফাহাদ হোসেন, শাহ্ আজিজ সরকার মুন্না, সোহেল শিকদার, মীর জাহিদ হাসান সম্রাট, সদস্য রহমতুল্লাহ, আলামিন সহ অসংখ্য নেতা-কর্মীরা জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনার পাশাপাশি সাবেক মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ভাইস চেয়ারম্যান কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের জন্য বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।