আবুল খায়ের, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে মাদক বিরোধী যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার কোম্পানীগঞ্জ বাণিজ্যিক এলাকার নগরপাড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জানা যায়, মুরাদনগর উপজেলার নগরপাড় আবাসিক এলাকায় সাম্প্রতিক সময়ে মাদকের আগ্রাসনে বিপুল সংখ্যক যুবক মাদকাসক্ত হয়ে পড়ে। এতে এলাকার সর্বস্তরের লোকজন বিপাকে পড়ে যায়। এ নিয়ে নবীপুর পুর্ব ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের একটি মাদক বিরোধী কমিটি গঠন করে এসব মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন।
শুক্রবার বিকেলে এলাকার বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের সহযোগিতায় মাদক বিরোধী বিশাল যুব সমাবেশ ও র্যালী করা হয়। সমাবেশে মাদক নির্মূলে শপথ গ্রহন করা হয়। ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়েরের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক রামা প্রসাদ সাহা,আ’লীগ নেতা সামছুল হক মেম্বার, ইউপি সদস্য ও ছাত্রলীগ নেতা শাহেদুল হক সুজনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।