মো. আবু রায়হান চৌধুরী, হোমনা থেকেঃ
কুমিল্লার হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের নালাদক্ষিণ গ্রামে সুষ্ঠ পরিবেশ ও শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষে সুধী সমাবেশ করেছে গ্রামবাসী।
শুক্রবার বিকাল ৩ টায় উপজেলার ২ নং ঘাগুটিয়া ইউনিয়নের নালাদক্ষিণ গ্রামের নির্যাতিত জনগণ এ সুধী সমাবেশের আয়োজন করেন।
এসময় তারা নালাদক্ষিণ গ্রামের চুরি, ডাকাতি, সাধারন মানুষকে চোর পক্ষের লোকজনের হুমকি দামকি, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা সহ বিভিন্ন প্রকার অনিয়ম ও দূরনীতির কথা তুলে ধরেন। এসময় সাধারন জনগণের বক্তব্যে ফুটে উঠে বর্তমান ও অতিতের বাস্তব চিত্র। যে গ্রামে প্রায় ঘটতো চুরি,ডাকাতি,চাদাবাজি ও ছিনতাইয়ের মত নানা প্রকার অপরাধ, চোরের আতংঙ্কে নির্ঘুম রাত কাটতো হাজারো মানুষের। এখন ঘটছেনা চুরি,ডাকাতি,চাদাবাজি ও ছিনতাইয়ের মত ঘটনা। উল্লেখ্য প্রায় ৩ মাস পূর্বে সর্বশেষ চুরির ঘটনা ঘটে এই গ্রামের ওয়ালী উল্লাহ্ ফকিরের বাড়িতে। সে থানায় অজ্ঞাত নামা চোর বা চোরদের বিরুদ্ধে অভিযোগ করলে, হোমনা থানার পুলিশ প্রশাসন অভিযোগটি আমলে নিয়ে চোর সন্দেহে ৬ যুবককে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করার পর থেকে নালাদক্ষিণ সহ আশেপাশের কোন গ্রামে ঘটছে না আর চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। উক্ত সুধী সমাবেশে বক্তব্যে বক্তারা ওয়ালী উল্লাহ্ ফকিরকে ধন্যবাদ জানান ও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় বক্তব্য রাখেন, হোমনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ,সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল,হোমনা থানার অফিসার ইনচার্জ রসূল আহামেদ নিজামী, সহকারী পুলিশ সুপার হোমনা (সার্কেল) ইন্সপেক্টর আসলাম সিকদার, হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনোয়ার হোসেন কামাল, দুলালপুর ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন সওদাগর, ঘাগুটিয়া ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম গনি, সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, ঘাগুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রনি, গ্রামবাসীর মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য আব্দুস সোবহান, বীর মুক্তি যোদ্ধা হাসান আলী হাসান,বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাইন উদ্দিন আহমেদ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইকবাল হোসেন, হুমায়ন কবির,মোখলেসুর রহমান প্রমুখ।