মো: মাসুম মুন্সী, স্টাফ রিপোর্টারঃ
০২ ফেব্রুয়ারী ২০১৫ ইং (মুরাদনগর বার্তা ডটকম):
দেবিদ্বার উপজেলায় নবম শ্রেনীর হিন্দু ধর্মালম্বী এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগের গুনাইঘর ইউপি চেয়ারম্যান খোরশেদ আলমকে গ্রেফতার করা হয়েছে।
রোববার রাতে গুনাইঘর ইউপি পরিষদের কার্যালয় থেকে তাকে গ্রেফতার করেছে কুমিল্লা কোতোয়ালী থানা পুলিশ।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান জানান, তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালী থানায় মামলা রয়েছে।
কুমিল্লা কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. সালাউদ্দিন জানান, স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সদর থানায় ধর্ষিতার বাবা বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর রাতে কুমিল্লা নগরীর একটি বাসায় হিন্দু মেয়েটিকে ধর্ষণ করে বলে এই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়।