ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

‘দেশকে জনগণের সরকারে প্রতিষ্ঠিত করতে হবে’

জাতীয় ডেস্কঃ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘পদ-পদবি নয় দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য, জনগণের অধিকার ফিরিয়ে দিবার জন্য, জনগণের কল্যাণের জন্যে, মা বোনদের সম্মানের জন্যে আজকে আমাদেরকে এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে।’
বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন মির্জা ফখরুল। এসময় তিনি বলেন, ‘আজ আওয়ামী লীগ সরকার কোটি কোটি টাকা খরচ করে বিভিন্ন কাউন্সিল করছে। তারা তাদের বিভিন্ন উৎসব করছে শুধু জনগণের টাকায়। অর্থনীতিকে ধ্বংস করে ফেলছে তারা।’
‘আওয়ামী লীগ সরকার ব্যাংক লুট করে খেয়েছে, শেয়ার মার্কেট লুট করে খেয়েছে’ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘সমস্ত উন্নয়নের কথা বলে উন্নয়নের প্রকল্পে টাকা লুট করে নিচ্ছে। উন্নয়নের নামে শুধু সংখ্যার জালিয়াতি ছাড়া আর কিছুই করছেনা তারা।’
তিনি বলেন, ‘আজকে বিদ্যুৎ নেই, এই প্রচণ্ড গরমের মধ্যে সেচের পানি নেই। বাড়ছে শুধু দাম। সাধারণ মানুষের হা-হা কার উঠে গেছে। এই অবস্থা থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে। আর এই পরিত্রাণ পাওয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে সাধারণ পাঠাগার চত্বরে এই সম্মেলনের উদ্বোধন করবেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। এসময় জেলা বিএনপির আহবায়ক তৈমুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য দিয়েছেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান, জাহাঙ্গীর আলম, সদস্য জেড মর্তুজা চৌধুরী তুলা, পৌর মেয়র ও কেন্দ্রীয় কমিটির সদস্য মির্জা ফয়সল আমিন প্রমুখ।
ইত্তেফাক
ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ

‘দেশকে জনগণের সরকারে প্রতিষ্ঠিত করতে হবে’

আপডেট সময় ০৪:০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০১৭
জাতীয় ডেস্কঃ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘পদ-পদবি নয় দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য, জনগণের অধিকার ফিরিয়ে দিবার জন্য, জনগণের কল্যাণের জন্যে, মা বোনদের সম্মানের জন্যে আজকে আমাদেরকে এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে।’
বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন মির্জা ফখরুল। এসময় তিনি বলেন, ‘আজ আওয়ামী লীগ সরকার কোটি কোটি টাকা খরচ করে বিভিন্ন কাউন্সিল করছে। তারা তাদের বিভিন্ন উৎসব করছে শুধু জনগণের টাকায়। অর্থনীতিকে ধ্বংস করে ফেলছে তারা।’
‘আওয়ামী লীগ সরকার ব্যাংক লুট করে খেয়েছে, শেয়ার মার্কেট লুট করে খেয়েছে’ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘সমস্ত উন্নয়নের কথা বলে উন্নয়নের প্রকল্পে টাকা লুট করে নিচ্ছে। উন্নয়নের নামে শুধু সংখ্যার জালিয়াতি ছাড়া আর কিছুই করছেনা তারা।’
তিনি বলেন, ‘আজকে বিদ্যুৎ নেই, এই প্রচণ্ড গরমের মধ্যে সেচের পানি নেই। বাড়ছে শুধু দাম। সাধারণ মানুষের হা-হা কার উঠে গেছে। এই অবস্থা থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে। আর এই পরিত্রাণ পাওয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে সাধারণ পাঠাগার চত্বরে এই সম্মেলনের উদ্বোধন করবেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। এসময় জেলা বিএনপির আহবায়ক তৈমুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য দিয়েছেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান, জাহাঙ্গীর আলম, সদস্য জেড মর্তুজা চৌধুরী তুলা, পৌর মেয়র ও কেন্দ্রীয় কমিটির সদস্য মির্জা ফয়সল আমিন প্রমুখ।
ইত্তেফাক