নাজমুল করিম ফারুক, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি ঃ
কুমিল্লার তিতাসে সিলিন্ডার বিস্ফোরণে দু’টি ঘর ভূষ্মিভূত হয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় উপজেলার শাহপুর গ্রামের মোতালিব মিয়ার বসতঘরে সেহেরীর খাবার রান্না করার সময় এঘটনা ঘটে।
মজিদপুর ইউপি চেয়ারম্যান ফারুক মিয়া সরকার জানান, বৃহস্পতিবার রাত প্রায় আড়াইটায় শাহপুর গ্রামের ফরাজি বাড়ীর মৃত সোবাহান মিয়ার ছেলে মোতালিব মিয়ার ঘরে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মোতালিবের একটি চৌ-চালা ও একটি দো-চালা ঘর এবং ঘরের মধ্যে থাকা আসবাবপত্রসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতিসাধন হয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনদের সহযোগিতায় প্রায় ২ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।