কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
কুমিল্লায় ম্যাজিস্ট্রেট পরিচয়ধারীসহ চার প্রতারককে আটক করেছে পুলিশ। রবিবার বেলা ১২টার দিকে জেলার বুড়িচং উপজেলার নিমসার বাজার থেকে বুড়িচং থানা পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন- ম্যাজিস্ট্রেট পরিচয়ধারী প্রতারক মরিয়ম বেগম (৩৭), ডিবি পরিদর্শক পরিচয়ধারী প্রতারক লিকন চন্দ্র ঘোষ (৩৪), সাংবাদিক পরিচয়ধারী প্রতারক আবু ফয়েজ (২৯) ও গাড়ির চালক শেখ ফরিদ (৩৫)।
তাদের সকলের বাড়ি জেলার দাউদকান্দি উপজেলার মাইজপাড়া গ্রামে।
বুড়িচং থানার অধীন দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই নাসির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতরা নিজেদেরকে ম্যাজিস্ট্রেট ও ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে নিমসার বাজারে মোবাইল কোর্ট পরিচালনার নামে ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করছিল। এসময় তাদের কথাবার্তা ও আচরণে সন্দেহ হওয়ায় স্থানীয়রা খবর দিলে তাদেরকে আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটককৃতরা নিজেদেরকে সাংবাদিক পরিচয় দিয়ে অপরাধ চিত্র নামের পত্রিকার কার্ড প্রদর্শন করে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানিয়েছেন।