স্টাফ রির্পোটার, কুমিল্লাঃ
কুমিল্লায় বজ্রপাতে হাজী আবদুল হক (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের শিমড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে প্রচণ্ড ঝড়-বৃষ্টির মধ্যে হাজী আবদুল হক বাড়ি থেকে বের হন। সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে বজ্রপাতে তিনি মারা যান।