নাজমুল করিম ফারুক, তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার স্বরূপ নগদ অর্থসহ সদনপত্র তুলে দেয়া হয়।
রবিবার উপজেলা মিলনায়তনে তিনটি ক্যাটাগরির চারটি বিষয়ে মোট ১২জন বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মকিমা বেগম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবারের সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় উপজেলার ১৪টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ৩টি গ্র“পের ৪টি বিষয়ে ১২জন বিজয়ী নির্বাচিত করা হয়।
বিজয়ীরা হলেন- মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের খালিদ বিন হাসান, মজিদপুর উচ্চ বিদ্যালয়ের রিনতিয়া আহম্মেদ মীম, মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের সোহান উদ্দিন, মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের চৌধুরী সামিয়া রহমান মৌরী, নারান্দিয়া কলিমিয়া উচ্চ বিদ্যালয়ের ফাতেমা তুজ-জোহরা, লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সাদিয়া আফরিন, গাজীপুর খান হাইস্কুল এন্ড কলেজের শাহরিয়ার মাহমুদ তাসরিফ, নারান্দিয়া কলিমিয়া উচ্চ বিদ্যালয়ের সাবিকুন নাহার মীম, মেহনাজ হোসেন মীম আদর্শ কলেজের মোক্তার হোসেন, গাজীপুর খান হাইস্কুল এন্ড কলেজের শান্তা ইসলাম পুষ্প, গাজীপুর খান হাইস্কুল এন্ড কলেজের ইয়াসিন ও গাজীপুর আজিজিয়া আলিম মাদ্রাসার রাসেল সরকার।
পুরস্কার বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল গণি, গাজীপুর আজিজিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল রউফ প্রমূখ।