বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে ২০ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আবদুল কাইয়ুমকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের সাতঘড়িয়া গ্রামের মৃত অহিদুর রহমান অধুর ছেলে। আজ বৃহস্পতিবার তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
চৌদ্দগ্রাম থানার এএসআই হিরণ কুমার দে জানান, বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া ইউনিয়নের ডিমাতলী এলাকা থেকে ২০ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবাসহ আবদুল কাইয়ুমকে গ্রেফতার করা হয়।