নাজমুল করিম ফারুক, তিতাস ((কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাস উপজেলা বিএনপির আংশিক কমিটি অনুমোদন দিয়েছে কুমিল্লা (উত্তর) জেলা বিএনপি সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সরকার।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন সরকারকে সভাপতি ও পূর্বের কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ ওসমান গণি ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেয়া হয়।
কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সরকার জানান, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী এম.কে আনোয়ারের পরামর্শে ও নির্দেশনায় পূর্বের কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সালাউদ্দিন সরকারকে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক ওসমান গণি ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে তিতাস উপজেলার ৬ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়েছে। কমিটির অন্য সদস্য হলো, সহ-সভাপতি হাজী আলী হোসেন মোল্লা, যুগ্ম সিনিয়র সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জাদু ও যুগ্ম সাংগঠনিক সম্পাদক কাজী কবির হোসেন সেন্টু। তিনি আরো জানান, আগামী ১ মাসের মধ্যে উক্ত ৬ সদস্যকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে।