কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় বিজু সরকার নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলার সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিজু সরকার হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রাকেশ সরকারের ছেলে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে বিজু সরকার মহাসড়কের পাশ দিয়ে বাইসাইকেলযোগে যাওয়ার সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় কাভার্ডভ্যানের চাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর এর চালক পালিয়ে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আমতলী হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট ইফতেখার উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।