মো: মোশাররফ হোসেন মনিরঃ
১২ ফেব্রুয়ারী ২০১৫ ইং (মুরাদনগর বার্তা ডটকম):
কুমিল্লায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার দিবাগত রাত একটার দিকে ভারত সীমান্তবর্তী আদর্শ সদর উপজেলার উত্তর সূর্যনগর এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য তিন কোটি বলে জানিয়েছে বিজিবি।
কুমিল্লা কোটবাড়িস্থ ১০ বিজিবি’র অধিনায়ক লে, কর্নেল জাকির হোসেন বৃহস্পতিবার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে উত্তর সূর্যনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য তিন কোটি টাকা বলে জানিয়েছেন তিনি।