তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনা উপজেলায় দুলালপুর- কাশিপুর যুব সংঘ উদ্যােগে একটি প্রীতি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে ৮ সাড়ে টা সময় দুলালপুর ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ খেলা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফোরকানুল ইসলাম পলাশ, ও নিটল নিলয় গ্রুপের টিম লিডার সরকার মিনহাজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুলালপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজী রোস্তম আলম স্বপন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩নং দুলালপুর ইউপি চেয়ারম্যান জনাব জসীম উদ্দিন সওদাগর, ইউপি সদস্য মোহাম্মদ বাইজিদ, দুলালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ টি, এম, মফিজুল ইসলাম, ইউপি সদস্য মো, ইউসুফ, সাবেক ইউপি চেয়ারম্যান মো, ফজলু মিয়া প্রমুখ। উক্ত খেলায় দুলালপুর গ্লাডিয়েটর্স ও কাশিপুর ওয়ারিয়র্স নামে দুটি দল অংশ গ্রহন করে।
এতে কাশিপুর ওয়ারিয়র্স ৪-১ গোলে দুলালপুর গ্লাডিয়েটর্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শুরুর ৩ মিনিটের মাথায় কাশিপুর ওয়ারিয়র্স এর স্টাইকার শরিফ আহমেদ এর ডান পায়ের কোনাকুনি শটে গোল করে দল কে এগিয়ে নেন। এক গোলে পিছিয়ে পড়ে আক্রমণাক খেলতে থাকে দুলালপুর গ্লাডিয়েটর্স।
দুলালপুর গ্লাডিয়েটর্স এর বাবুল ৮ মিনিটের মাথায় দলকে সমতায় ফেরানোর দারুন সুযোগ পায়।কিন্তু বিপক্ষ দলের অভিজ্ঞ গোল কিপার ঝাপিয়ে পড়ে তা প্রতিহত করেছে। এক গোলে পিছিয়ে পড়ে গোল পরিশোধ করতে একের এক আক্রমণ চালায় দুলালপুর গ্লাডিয়েটর্স। কিন্তু বারবার তারা ব্যার্থ হয়েছে।১৯ মিনিটের মাথায় একটি গোল করলেও তা অফসাইডের কারণে বাতিল হয়। ২৯ মিনিটের মাথায় কাশিপুর ওয়ারিয়র্সের খেলোয়ার রাশেদুল দুইজনকে কাটিয়ে দারুণ আরো এক গোল করে দলের ব্যাবধান ২-০ করে। পরে ৫৬তম মিনিটে কাশিপুর ওয়ারিয়র্সের অধিনায়ক মো. মাসুদ ডি বক্সের ভিতরে বিপক্ষ দলের মো. সাগর কে ফাউল করলে পেনাল্টির বাশিঁ বাজান রেফারী। দুলালপুর দলের অধিনায়ক বুলবুল পেনাল্টি থেকে গোল করে দলের ব্যাবধান ২-১ করে। সমতা ফেরাতে আরো জুড়ালো আক্রমণ করে দুলালপুর। কিন্তু বারবার তারা সহজ সুযোগ নষ্ট করে। ৭৫ তম মিনিটে দুলালপুর গ্লাডিয়েটর্সের ডিফেন্সের নিজেদের ভুলে বিপক্ষ দলের খেলোয়াড় মো, হৃদয় সুন্দর এক গোল করে দলের ব্যাবধান ৩-১ করেন। এর এক মিনিট পড়েই কাশিপুরের খেলোয়ার মো, সজিব ডি বক্সের বাইরে থেকে শট করে সুন্দর এক গোল করে ৪-১ দলের জয় নিশ্চিত করেন। পরে আর কোন গোল না হওয়ায় ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কাশিপুর ওয়ারিয়র্স। খেলা শেষে অতিথিগণ চ্যাম্পিয়ন দলকে ২১ ইঞ্চি কালার টেলিভিশন তুলে দেন। রানার্সআপ দলকে একটি স্মার্ট ফোন তুলে দেন। খেলা পরিচালনা করেন, অভিজ্ঞ রেফারী মো, ডালিম মিয়া, তার সহযোগী হিসেবে ছিলেন শ্যামল দাস ,মো, রাজিব মিয়া, খেলার সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন ইতালী প্রবাসী মো, মামুন আল ইসলাম সরকার।