কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার গুণবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত দুইজন হলো উপজেলার গুণবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামের বড় বাড়ির মৃত মাহবুল হক খসরুর মেয়ে নওরীন আক্তার (৯) ও পার্শ্ববর্তী মনিরুল হক নবীর ছেলে মোজাম্মেল হক নবীন (৭)।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যায় নিখোঁজ হয় নওরীন ও নবীন। এরপর স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। আজ বৃহস্পতিবার ভোরে পার্শ্ববর্তী পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে স্বজনরা পুকুর থেকে মৃতদেহ দুটি উদ্ধার করেন।