জাতীয় ডেস্কঃ
রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া কবি ও কলামিস্ট ফরহাদ মজহারের খোঁজে খুলনায় এক অভিযানে নেমেছে র্যাব। সোমবার সন্ধ্যা ছয়টার দিকে অভিযান শুরুর পর র্যাব-৬ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি রফিকুল ইসলাম জানান, নগরীর কেডিএ এভিনিউয়ের শিববাড়ি এলাকার ইব্রাহিম মিয়া রোডের কয়েকটি বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় ফরহাদ মজহারের অবস্থানের কথা জানা গেছে। তবে রাত আটটা পর্যন্ত এ অভিযান চলাকালে কোনো অগ্রগতি হয়নি।
এর আগে সকালে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, অজ্ঞাত ব্যক্তিরা ফরহাদ মজহারকে অপহরণ করে নিয়ে গেছে। তাকে উদ্ধারের জন্য কাজ করা হচ্ছে জানিয়ে পুলিশের তেজগাঁ বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, ‘আমরা কাজ করছি, দেখা যাক কি হয়।’
পারিবারিক সূত্র জানায়, ভোর পাঁচটার দিকে আদাবর থানাধিন ৬/৮, স্যার সৈয়দ রোডের বাসা থেকে বের হয়ে যান ফরহাদ মজহার। পরে তার মোবাইল থেকে তার স্ত্রী ফরিদা আক্তারের মোবাইল ফোনে একটি কল আসে। বলা হয়, ‘আমাকে ওরা নিয়ে যাচ্ছে। আমাকে ওরা মেরে ফেলবে।’ বিকালে এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে আদাবর থানায় একটি জিডি করা হয়েছে।