প্রবাস ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ক্ষেপণাস্ত্র কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইরান। শনিবার তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানি কর্মকর্তারা একথা জানান।
বৃহস্পতিবার ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি রকেটের সফল পরীক্ষা চালায়। ইরানি কৃত্রিম উপগ্রহকে কক্ষপথে বহন করে নিয়ে যাওয়ার লক্ষ্যে নিজস্ব প্রযুক্তিতে তৈরি রকেট উৎক্ষেপণের পরীক্ষা চালানো হয়। এটি ব্যবহার করে ভূপৃষ্ঠ থেকে ৫০০ কিলোমিটার দূরত্বের কক্ষপথে ৩৫০ কিলোগ্রাম ওজনের উপগ্রহ স্থাপন করা সম্ভব। স্যাটেলাইট বহনে সক্ষম ইরানি রকেট ‘সিমোরগ’ পরীক্ষার প্রতিক্রিয়ায় মার্কিন অর্থ বিভাগ থেকে গত শুক্রবার নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
যুক্তরাষ্ট্র ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘উস্কানিমূলক’ বলে দাবি করলেও তেহরান বলছে, তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণ আত্মরক্ষামূলক। ইরানের দাবি, দেশটি আন্তর্জাতিক আইন মেনেই নিজের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনা করছে। কারও জন্য হুমকি সৃষ্ট করতে নয়, বরং সম্পূর্ণ আত্মরক্ষার স্বার্থে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে বলে দাবি তেহরানের। এনডিটিভি ও এএফপি।