মাহবুব আলম আরিফঃ
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে কুমিল্লা মুরাদনগর উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসে দোয়া মাহফিলের মাধ্যমে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লিখক সমিতির সভাপতি মোঃ শাহজাহান মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাব-রেজিষ্ট্রার মোঃ আনিছুর রহমান।
উপজেলা দলিল লিখক সমিতির উপদেষ্টা মোঃ জহিরুল হক ভূইয়ার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন দলিল লিখক সমিতির উপদেষ্টা আবদুল বাতেন, গোলাম মোস্তফা, মোঃ নজরুল ইসলাম মেম্বার, সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ রকিবুল শামীম, হাজী মামুনুর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম(মতি), সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মচারী ও দলিল লিখক বৃন্দ।
শোক দিবস অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সাব-রেজিষ্ট্রি অফিস মসজিদের খতিব মাওলানা বেলাল হোসেন হেলালী।