কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেনের ধাক্কায় আমির হোসেন অনু (২৫) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। আনু উপজেলার রায়কোট ইউনিয়নের দক্ষিণ মাহিনী গ্রামের রিক্সাচালক বাচ্চু মিয়ার ছেলে। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্রগ্রাম রেলপথের নাঙ্গলকোট পৌর বাজার রেলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাতে অটোরিকশা চালক আমির হোসেন অনু মোবাইল ফোনে কথা বলা অবস্থায় নাঙ্গলকোট পৌর বাজার রেলগেইট অতিক্রমের চেষ্টা করছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। নাঙ্গলকোট রেল স্টেশন মাস্টার জামাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।