মাহাবুব আলম আরিফঃ
২১শে আগষ্ট গ্রেনেড হামলা মামলার আসামীদের ফাঁসির দাবি জানিয়ে বিক্ষোভ করেছে কুমিল্লা মুরাদনগর উপজেলা আওয়ামীলীগ।
সোমবার দুপুরে উপজেলা আ’লীগের কার্যালয়ে ওই হামলায় নিহতের আত্মার মাগফেরাত কামনা করে আলোচনা সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
উপজেলার সেচ্ছাসেবকলীগের আহব্বায়ক আতিকুর রহমান হেলালের সঞ্চালনায় আ’লীগের কেন্দ্রীয় বিষয়ক সাবেক অর্থসম্পাদক ও বর্তমান সংসদ সদস্য ইউছুফ আব্দুল্লাহ হারুন এফসিএ’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলার আ’লীগের সহ-সভাপতি ম. রুহুল আমিন, উপজেলার আ’লীগের সাধারণ সম্পাদক বাবু পার্থ সারথী দত্ত, নবীপুর পশ্চিম ইউপির চেয়ারম্যান কামাল উদ্দিন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মহসিন হায়দার, ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন প্রমুখ।