খেলাধূলা ডেস্ক:
টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন আগে থেকেই। তবে পেছন থেকে কাঁধে নিঃশ্বাস ছাড়ছিলেন ভারতের রবীন্দ্র জাদেজা। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টে অলরাউন্ড নৈপুণ্যে সেই স্থানটা সংহত করে নিলেন সাকিব আল হাসান।
অসিদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বাংলাদেশের ২০ রানের জয়ের মূল নায়ক সাকিব। দুই ইনিংসে নিয়েছেন ৫টি করে উইকেট। ব্যাট হাতে করেছেন ৮৪ ও ৫। অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন পারফরম্যান্সে এক টেস্ট থেকেই অর্জন করছেন ৫৮ রেটিং পয়েন্ট। তাই এই ম্যাচ শুরুর আগে ছিল ৪৩১। জাদেজার চেয়ে মাত্র এক পয়েন্টে এগিয়ে ছিলেন। ঢাকা টেস্ট শেষে সাকিবের রেটিং পয়েন্ট ৪৮৯। এটি তার ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট।
অলরাউন্ডারদের টেস্ট র্যাঙ্কিংয়ে তিন, চার ও পাঁচে আগের মতোই আছেন যথাক্রমে রবীচন্দ্রন অশ্বিন, মিইন আলী ও বেন স্টোকস।