বিশেষ প্রতিনিধি, কুমিল্লাঃ
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে সদর উপজেলার জাগুরঝুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান মহাসড়কের জাগুরঝুলি এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে চাপা দেয়। এ সময় গাড়িটি সড়কের পাশে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলে পথচারী ব্রাহ্মণবাড়িয়া জেলার আমির হোসেন নিহত হন।
গুরুতর আহত গাড়ির হেলপার বিল্লাল হোসেনকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নেয়ার পর তিনি মারা যায়। বিল্লাল হোসেনের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়।