হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
গত কয়েকদিনের টানা বৃষ্টিতে হোমনা পৌরসভার হোমনা পূর্বপাড়া থেকে বাগমারা মাদ্রাসা চলাচলের পিচঢালা পাকা সড়কটি মাধখান ধসে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। এতে বর্তমানে সড়কটিতে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। দুর্ভোগে পড়েছে সড়কে চলাচলকারী পাঁচ সহস্রাধিক জনতা।
এ সড়কে চলাচলকারী হোমনা কম্পিউটার সেন্টারের পরিচালক মোঃ ইকবাল হোসেন জানান, বেশ কিছুদিন আগেই সড়কটির মাঝখান দিয়ে একটি ছোট গর্তের সৃষ্টি হয়। এতে চলাচলে তেমন কোনো সমস্যা হয়নি। কিন্তু গত শুক্রবারের ঢলে পিচ ও মাটি সরে গিয়ে খালের আকার ধারণ করেছে। এখনই ব্যবস্থা না নিলে পাাশের বাড়িঘরও ভেঙে যাবে।
স্থানীয় পৌর কাউন্সিলর মোঃ আবুল হোসেন জানান, সড়কটি মাঝখান দিয়ে ধসে যাওয়ায় যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পৌর মেয়রের সাথে আলাপ করে মেরামতের উদ্যোগ নেয়া হবে। পৌর মেয়র অ্যাড. মোঃ নজরুল ইসলাম জানান, মাঝখান দিয়ে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পেয়েছি, ‘খুব শিগগিরই মেরামত করা হবে।’