হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় এক অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার রামকৃষ্ণপুর কাঁঠালিয়া নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
হোমনা থানার ওসি রসুল আহমেদ নিজামী জানান, উপজেলার রামকৃষ্ণপুর কাঁঠালিয়া নদীতে এক যুবকের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা কুমিল্লা মর্গে পাঠায়।
নিহত যুবকের বয়স ৩০-৩৫ বছর হবে বলে ধারণা করছে পুলিশ। তার পরনে একটি গেঞ্জি ও প্যান্ট ছিল। তবে শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান ওসি।