তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লা হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়ন ঘনিয়াচর যুব সমাজ কর্তৃক আয়োজিত টিভি টুর্ণামেন্টের ফুটবল ফাইনাল খেলায় একি উপজেলার রামকৃষ্ণপুর ডিগ্রী কলেজ একাদশ হোমনা সদর একাদশকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে রামকৃষ্ণপুর ডিগ্রী কলেজে।
শুক্রবার বিকাল ৫ টার সময় ঘনিয়াচর মাঠে এ খেলা অনুষ্ঠিত হয় ।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ এবং প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিশিষ্ট শিল্পপতি মো. মোকবুল হোসেন পাঠান ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা পৌরসভার মেয়র এ্যাডঃ মো. নজরুল ইসলাম, প্যানেল মেয়র সুমন মিয়া, পৌর আওয়ামীলীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল, শিক্ষক সমিতির চেয়ারম্যার কামাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন পাঠান, বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা উঃ জেলা ছাত্রলীগ সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম (রফিক) যুগ্ন আহবায়ক মো. ফোরকানুল ইসলাম পলাশ প্রমুখ।