তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় ব্রীজ থেকে মাত্র এক’শ মিটার দূরে এই ভাঙ্গাটি হওয়ায় বর্তমানে এটি খুবই ভংকর আকার ধারণ করেছে। যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। উপজেলার দুলালপুর ব্রীজ এর নিচে দুলালপুর-হোমনা রাস্তাটি ভেঙ্গে এখন মরণফাদ ও যান চলাচলে অনুপযোগী। সরেজমিন দেখা যায়, রাস্তাটির পাশেই একটি বড় পুকুর থাকায় প্রধান সড়কটি আস্তে আস্তে ভেঙ্গে পূকুরে বিলীন হয়ে পড়ে।
দেখা যায়, সড়কটির অর্ধেকেরও বেশি অংশ ভেঙ্গে গেছে। যার ফলে অনেকটা ঝুকি নিয়েই এই সড়কটি দিয়ে সিএনজি, টেম্পু, মোটরসাইকেল,ভটভটি, অটোরিকশা, ভ্যান, সাইকেল, মালবাহী যানবাহন চলাচল করে।
জানা যায়, হোমনা,দুলালপুর, রামকৃষ্ণপুর সরাসরি যাতায়াতের একমাত্র এরাস্তা হওয়ায় প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুল কলেজের ছাত্র- ছাত্রীসহ শতাধিক মানুষ চলাচল করে থাকেন। এই চলাচলের সময় ঘটতে পারে বড় ধরণের দূর্ঘটনা, হতে পারে মৃত্যু পর্যন্ত।
এ ব্যাপারে বেশ নিয়মিত চলাচলকারী কয়েকজন সিএনজি ড্রাইভার বলেন, এইরাস্তাটি ভেঙ্গে যাওয়ার ফলে অনেকটা ঝুকি নিয়েই তারা গাড়ী চালায়। ভাঙ্গাটি ব্রীজ এর কাছাকাছি হওয়ায় অনেক সময় ব্রীজ থেকে নেমে তাদের গাড়ী নিয়ন্ত্রণ করতে খুবই সমস্যা হয়। তারা এই রাস্তাটি দ্রুত সংস্কারের দাবী করেন। কয়েকজন শিক্ষার্থী বলেন, এই রাস্তাটি খুবই ভংকর হয়ে উঠেছে।তাই বড় ধরণের কোন দূর্ঘটনা ঘটার আগেই তারা এই রাস্তাটি মেরামতের দাবী জানান।