৩১ মার্চ ২০১৫ ইং (মুরাদনগর বার্তা ডটকম):
‘বিজ্ঞান ভিত্তিক তথ্য জানি-দুর্যোগ ক্ষতি কমিয়ে আনি’এ ম্লোগানকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ মনসুর উদ্দিনের নেতৃত্বে অগ্নি নির্বাপন মহড়া, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা জাকির হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার এএনএম মাহবুবুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা কাজী তাসফিয়া জেরীন, উপজেলা ছাত্রলীগ সভাপতি রুহুল আমিন, মুরাদনগর প্রেসক্লাব সেক্রেটারী আজিজুর রহমান রনি, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মনির, উপজেলা আনসার-বিডিভির কর্মকর্তা জাকির হোসেন, মুরাদনগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মাসুম মিয়ার নেতৃত্বে ৫ সদস্যের একটি দলসহ উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।