জাতীয় ডেস্কঃ
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে থাকা সাংবাদিকের ছয়টিসহ অন্তত: ৩০টি গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে। আহত হয়েছেন চ্যানেল আই এর সিনিয়র ক্যামেরা পার্সন মনির হোসেনসহ কয়েকজন সংবাদ কর্মী। ফেনির ফতেপুর, মহিপালের লালপুর এবং কুমিল্লার ইলিয়টগঞ্জসহ বিভন্নস্থানে অতর্কিতে লাঠিসোটা ও ইট পাটকেল ছুড়ে হামলা চালিয়েছে। হামলার শিকার সাংবাদিকরা জানিয়েছেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। হামলার শিকার টিভিগুলোর মধ্যে রয়েছে- চ্যানেল আই, ডিবিসি, একাত্তর টিভি, সময় টিভি, বৈখাশী টিভি, জিটিভি, নিউজ ২৪, ডেইলিস্টার-প্রথম আলো অন্যতম। এ সময় দুটি টেলিভিশন চ্যানেলের ক্যামেরা ভাঙচুর করা হয়।
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এবং সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদসহ কয়েকজন নেতার গাড়িও ভাংচুর করা হয়েছে। মহিপালে সেভেন স্টার হোটেলে সাংবাদিকরা খেতে বসলে সেখানে ছাত্রলীগের সশস্ত্র নেতাকর্মীরা এসে হামলা করে। হোটেলের সামনে রাখা গাড়ি ভাংচুর করে। মূলত: এই হামলার লক্ষ্য হচ্ছে মিডিয়ার গাড়ি। গাড়ি দেখলেই হামলা করা হচ্ছে। এদিকে শনিবার বিকেল ৫টায় বেগম খালেদা জিয়া নিরাপদে ফেনী সার্কিট হাউজে পৌঁছেন। সেখানে বিশ্রাম ও মাগরিব নামাজ আদায়ের পর চট্রগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেন।
কক্সবাজারে রোহিঙ্গাদের পর্যবেক্ষণের উদ্দেশে শনিবার সকাল পৌনে ১১টায় ঢাকার গুলশানের বাসা থেকে রওনা হন বিএনপি চেয়ারপারসন। এসময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ জ্যেষ্ঠ নেতারা খালেদার সঙ্গে ছিলেন।