১২ এপ্রিল ২০১৫ ইং (মুরাদনগর বার্তা ডটকম):
মুরাদনগর উপজেলাকে পৌরসভা করার লক্ষ্যে নবীপুর পশ্চিম ইউনিয়নের নবীপুর গ্রামকে পৌরসভার খসড়া ম্যাপ বা আয়তনে অন্তর্ভূক্ত না করার প্রতিবাদে রোববার সকাল ১০ টায় মুরাদনগর-কোম্পানীগঞ্জ সড়কের নবীপুর বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে নবীপুর গ্রামের সর্বস্তরের জনসাধারন।
মানববন্ধন শেষে মুরাদনগর-কোম্পানীগঞ্জ সড়ক প্রায় ৩ ঘন্টা অবরোধ করে রাখে এলাকাবাসী। এ সময় সড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়।পরে মুরাদনগর থানার এস আই জীবন হাজারীর নেতৃত্বে একদল পুলিশ এসে অবরোধ তুলে দিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।
মানববন্ধন শেষে সমাবেশে বক্তারা বলেন, মুরাদনগর পৌরসভার খসড়া ম্যাপে নবীপুর পশ্চিম ইউনিয়নের সকল গ্রামকে অন্তর্ভুক্ত না করে পৌরসভা থেকে বঞ্চিত করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করে বলেন, আমরা স্থানীয় সরকার পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়, কুমিল্লা জেলা প্রশাসক, স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বররার নবীপুর পশ্চিম ইউনিয়নের সকল গ্রামকে অন্তর্ভূক্ত করার জন্য স্মারকলিপি দিয়েছি। এর পরেও যদি নবীপুরসহ এই ইউনিয়নের সকল গ্রামকে পৌরসভার অন্তর্ভূক্ত না করা হলে পরবর্তীতে কঠোর আন্দোলনে যাবার হুমকি দেওয়া হয়।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক কামাল উদ্দিন ভূইয়া, নবীপুর পশ্চিম ইউপি আ’লীগ সেক্রেটারী মো: মিলন সরকার, উপজেলা সেচ্ছাসেবক লীগ সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান বাকি, নবীপুর পশ্চিম ইউপি সদস্য শাহজাহান, আনু মিয়া, আব্দুল কাইয়ুম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, নবীপুর ইউনিয়ন যুবদল সভাপতি ইকবাল হোসেন, আ’লীগ নেতা মজিবুর রহমান, জামাল হোসেন প্রমুখ।