আজিজুর রহমান রনি, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লায় মোহনা টিভির অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, র্যালী ও কেক কেটে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকালে মুরাদনগর প্রেসক্লাবে এ অনুষ্ঠান হয়।
মুরাদনগর প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় মুরাদনগর উপজেলার কালের কণ্ঠের প্রতিনিধি আজিজুর রহমান রনির সভাপতিত্বে ও দৈনিক ইত্তেফাকের মুরাদনগর উপজেলা সংবাদদাতা মোশাররফ হোসেন মনিরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক সমকাল ও রূপসী বাংলার মুরাদনগর প্রতিনিধি বেলাল উদ্দিন আহমেদ।
বক্তব্য রাখেন, মোহনা টিভির দর্শক ফোরাম সভাপতি, মুরাদনগর ও হোমনা উপজেলার মোহনা টেলিভিশনের প্রতিনিধি মো. তৌহিদুর রহমান, দৈনিক কুমিল্লার আলোর স্টাফ রির্পোটার আবুল কালাম মজুমদার, আমাদের অর্থনীতির মুরাদনগর প্রতিনিধি মাহবুব আলম আরিফ, ফোরামের সদস্য সচিব জয়নাল আবেদিন, সদস্য ছাইদুর রহমান, সাংবাদিক আবুল হাছনাত জামান, ফটো সাংবাদিক আবু মুছা প্রমুখ।
অনুষ্ঠান শুরু হওয়ার পূর্ব মুহুর্তে মোহনা টেলিভিশনের প্রয়াত এমডি জিয়াউদ্দিন আহমেদ মজুমদার জুয়েল’র আত্মার মাগফেরাত কামনা করে দাড়িয়ে এক মিনিটি নিরবতা পালন করা হয়।