অন্তর্জাতিক ডেস্কঃ
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দাভাও নগরীতে একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৭ জনের মৃত্যু হয়েছে। রবিবার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়।
স্থানীয় পুলিশ কর্মকর্তা রাল্ফ ক্যানয় বলেন, শনিবার সকালে চারতলা বিশিষ্ট এনসিসিসি নামের এ শপিং মলে আগুন লাগে এবং ভেতরে লোকজন আটকা পড়ে। এ ভবনের একেবারে ওপরের তলায় একটি কল সেন্টার রয়েছে। কল সেন্টারটি ২৪ ঘণ্টা খোলা থাকে। এই কল সেন্টারে আটকা পড়াদের অধিকাংশ কর্মী নিহত হয়েছে বলে কর্মকর্তারা ধারণা করছেন।
তিনি আরো জানান, এ শপিং মলের তিন তলায় আগুনের সূত্রপাত ঘটে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। এখানে কাপড়, কাঠের আসবাবপত্র ও প্লাস্টিকের তার তেরি হয়। তিনি জানান, অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রেসিডেন্টের সহকারীদের একজন বলেন, প্রেসিডেন্ট রোদ্রিগো দুতার্তে এ ঘটনার শিকার হওয়া লোকজনের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে শনিবার রাতে এ শপিং মল পরিদর্শন করেন।
দুতার্তে প্রায় দুই দশক ধরে দাভাওয়ের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন এবং বর্তমানে তিনি এ নগরীতেই বসবাস করছেন।