মো: মোরশের্দুল ইসলাম শাজু, বিশেষ প্রতিনিধিঃ
২৫ এপ্রিল ২০১৫ (মুরাদনগর বার্তা ডটকম)
কুল্লার মুরাদনগর, দাউদকান্দি, হোমনা, মেঘনা ও তিতাসে শনিবার দুপুর ১২টা ১৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। এ সময় কুমিল্লার হোমনা উপজেলার হোমনা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১২ জন ছাত্রী আহত হয়েছে।
হোমনা থানার ওসি মো: কামরুজ্জামান সিকদার জানান, হোমনা খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা ভূমিকম্পের সময় দ্বিতীয় তলা থেকে সিঁড়ি দিয়ে নামার সময় ১২ জন ছাত্রী আহত হয়েছে। আহত ছাত্রীদের হোমনা সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ছাড়াও মানুষ আতঙ্কিত হয়ে ঘর থেকে বের হয়ে খোলা মাঠে অবস্থান নেয়। ভূমিকম্পে বিভিন্ন ঘর বাড়ি ও দালাল কোঠা কেঁপে উঠে। ঘরের বিভিন্ন আসবাবপত্র, টিভি, ফ্রিজ ও সিলিং ফ্যানকে দুলতে দেখা যায়। পুকুর, খাল, ডোবা ও বিলের পানি কয়েক ফুট উপরে উঠতে দেখা গেছে। এদিকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভূমিকম্পে আতঙ্কিক হয়ে দ্রুত শ্রেণিকক্ষ ছেড়ে মাঠে চলে আসেন। তবে ভূমিকম্পে অন্ন্য উপজেলায় কোনো ধরনের ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।