ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

তিতাসে ৩দিন ব্যাপী পীর শাহবাজ (রাঃ) এর বার্ষিক ওরশ শুরু

নাজমুল করিম ফারুক, তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার তিতাসে আধ্যাত্মিক সাধক জিন্দাপীর খ্যাত হযরত পীর শাহবাজ (রাঃ) এর মাজার শরীফের বার্ষিক ওরশ উপজেলার গাজীপুর খাঁন হাইস্কুল এন্ড কলেজ মাঠে ৫ ফাগ্লুন শনিবার থেকে ৩ দিন ব্যাপী শুরু হয়েছে। এতে সারাদেশের হাজার হাজার ভক্তবৃন্দের মিলনমেলায় পরিণত হয়েছে।

এলাকার প্রবীণ ব্যক্তিদের সাথে আলাপকালে জানা যায়, পীর শাহবাজ মাজার স্থলে জিন্দা গায়েব হয়েছেন। আর এ জন্যই তিনি জিন্দাপীর হিসেবে খ্যাত। তবে এর সঠিক সন তারিখ কেউ বলতে পারেনি। পীর শাহবাজ হযরত শাহজালাল (রাঃ) এর একজন অনুসারী ও ভক্ত সহচর ছিলেন। ৩’শত ৬০ আউলিয়া যাঁরা বঙ্গদেশে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে এসেছিলেন তিনি তাঁদেরই একজন। হযরত শাহজালালের নির্দেশক্রমেই তিনি এ এলাকায় ধর্ম প্রচারের উদ্দেশে এসেছিলেন।

কথিত আছে, তাঁর মাজার শরীফে কয়েক বারই বাঘের আবির্ভাব ঘটেছিল। প্রতি বছর ৫-৭ ফাল্গুন তাঁর আত্মার মাগফেরাত কামনায় পবিত্র ওরশ উপলক্ষে মেলা অনুষ্ঠিত হয়। উক্ত ওরশ ও মেলায় সারাদেশের হাজার হাজার ভক্তবৃন্দের মিলনমেলায় পরিণত হয়। মেলাকে ঘিরে অস্থায়ীভাবে প্রায় ৫শতাধিক বিভিন্ন পণ্যের দোকান তৈরী করা হয়েছে। পাশাপাশি মেলায় পাওয়া যাচ্ছে কাঠের ও স্টিলের আসবাবপত্র সামগ্রী।

মেলার সবচেয়ে বেশি আকর্ষণ হলো মাজারের উত্তর ও দক্ষিণ পাশের কুস্তিগীরদের নিয়ে কুস্তিখেলা। মেলার ৩দিন বিকাল ২টা থেকে রাত পর্যন্ত চলে এ কুস্তিখেলা।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে কৃষক ও উদ্যোক্তাদের দিনব্যাপী কর্মশালা

তিতাসে ৩দিন ব্যাপী পীর শাহবাজ (রাঃ) এর বার্ষিক ওরশ শুরু

আপডেট সময় ০১:৫০:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৮
নাজমুল করিম ফারুক, তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার তিতাসে আধ্যাত্মিক সাধক জিন্দাপীর খ্যাত হযরত পীর শাহবাজ (রাঃ) এর মাজার শরীফের বার্ষিক ওরশ উপজেলার গাজীপুর খাঁন হাইস্কুল এন্ড কলেজ মাঠে ৫ ফাগ্লুন শনিবার থেকে ৩ দিন ব্যাপী শুরু হয়েছে। এতে সারাদেশের হাজার হাজার ভক্তবৃন্দের মিলনমেলায় পরিণত হয়েছে।

এলাকার প্রবীণ ব্যক্তিদের সাথে আলাপকালে জানা যায়, পীর শাহবাজ মাজার স্থলে জিন্দা গায়েব হয়েছেন। আর এ জন্যই তিনি জিন্দাপীর হিসেবে খ্যাত। তবে এর সঠিক সন তারিখ কেউ বলতে পারেনি। পীর শাহবাজ হযরত শাহজালাল (রাঃ) এর একজন অনুসারী ও ভক্ত সহচর ছিলেন। ৩’শত ৬০ আউলিয়া যাঁরা বঙ্গদেশে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে এসেছিলেন তিনি তাঁদেরই একজন। হযরত শাহজালালের নির্দেশক্রমেই তিনি এ এলাকায় ধর্ম প্রচারের উদ্দেশে এসেছিলেন।

কথিত আছে, তাঁর মাজার শরীফে কয়েক বারই বাঘের আবির্ভাব ঘটেছিল। প্রতি বছর ৫-৭ ফাল্গুন তাঁর আত্মার মাগফেরাত কামনায় পবিত্র ওরশ উপলক্ষে মেলা অনুষ্ঠিত হয়। উক্ত ওরশ ও মেলায় সারাদেশের হাজার হাজার ভক্তবৃন্দের মিলনমেলায় পরিণত হয়। মেলাকে ঘিরে অস্থায়ীভাবে প্রায় ৫শতাধিক বিভিন্ন পণ্যের দোকান তৈরী করা হয়েছে। পাশাপাশি মেলায় পাওয়া যাচ্ছে কাঠের ও স্টিলের আসবাবপত্র সামগ্রী।

মেলার সবচেয়ে বেশি আকর্ষণ হলো মাজারের উত্তর ও দক্ষিণ পাশের কুস্তিগীরদের নিয়ে কুস্তিখেলা। মেলার ৩দিন বিকাল ২টা থেকে রাত পর্যন্ত চলে এ কুস্তিখেলা।