ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

চা বেচে মাসে ১২ লাখ টাকা আয়!

অন্তর্জাতিক ডেস্কঃ
চা বিক্রি বড়লোক হয়েছেন বিশ্বে এমন নজির অনেক আছে। তাই বলে চা বিক্রি করে মাসে ১২ লাখ টাকা আয়- এমনটি খুব কমই শোনা গেছে। শুধু চা বিক্রি করে মাসে ১২ লাখ টাকা আয় করে এমনই চা বিক্রেতার খোঁজ পাওয়া গেছে ভারতের মহারাষ্ট্রের পুণেতে।
বছর কয়েক আগে পুণে শহরে একটি চায়ের দোকান দিয়ে রোজগার শুরু করেছিলেন নবনাথ ইউল। শুরুতে রোজগার ছিল খুবই সামান্য। তা দিয়ে সংসার চালানো খুবই কঠিন ছিল। কিন্তু হার না মেনে ধীরে ধীরে তিনি নিজের ব্যবসায় মনোনিবেশ করতে থাকেন। অবশেষে সাফল্য আসতে শুরু হয়। চায়ের পাশাপাশি তার দোকানে মিলতে থাকে নানা ধরনের চা। বর্তমানে পুণে শহরে তিনটি চায়ের স্টল রয়েছে ইউলের। প্রতিটি স্টলে ১২ জন করে কর্মী কাজ করেন।
ইউলের দাবি, চায়ের দোকান করে এই পর্যায়ে ব্যবসা করা সম্ভব খুব সহজেই। কিন্তু তার জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম। আগামী দিনে তিনি ভারতের বাইরেও নিজের চায়ের স্টল খুলতে চান। দূর করতে চান বেকারত্ব।
ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চা বেচে মাসে ১২ লাখ টাকা আয়!

আপডেট সময় ০১:৫৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮
অন্তর্জাতিক ডেস্কঃ
চা বিক্রি বড়লোক হয়েছেন বিশ্বে এমন নজির অনেক আছে। তাই বলে চা বিক্রি করে মাসে ১২ লাখ টাকা আয়- এমনটি খুব কমই শোনা গেছে। শুধু চা বিক্রি করে মাসে ১২ লাখ টাকা আয় করে এমনই চা বিক্রেতার খোঁজ পাওয়া গেছে ভারতের মহারাষ্ট্রের পুণেতে।
বছর কয়েক আগে পুণে শহরে একটি চায়ের দোকান দিয়ে রোজগার শুরু করেছিলেন নবনাথ ইউল। শুরুতে রোজগার ছিল খুবই সামান্য। তা দিয়ে সংসার চালানো খুবই কঠিন ছিল। কিন্তু হার না মেনে ধীরে ধীরে তিনি নিজের ব্যবসায় মনোনিবেশ করতে থাকেন। অবশেষে সাফল্য আসতে শুরু হয়। চায়ের পাশাপাশি তার দোকানে মিলতে থাকে নানা ধরনের চা। বর্তমানে পুণে শহরে তিনটি চায়ের স্টল রয়েছে ইউলের। প্রতিটি স্টলে ১২ জন করে কর্মী কাজ করেন।
ইউলের দাবি, চায়ের দোকান করে এই পর্যায়ে ব্যবসা করা সম্ভব খুব সহজেই। কিন্তু তার জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম। আগামী দিনে তিনি ভারতের বাইরেও নিজের চায়ের স্টল খুলতে চান। দূর করতে চান বেকারত্ব।