দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধিঃ
বেতন বৈষম্যের অবসান, টেকনিক্যাল স্কেল প্রদান, টার্গেট প্রথার বিলোপ, শিক্ষাগত যোগ্যতা উন্নীতকরণ-নিয়োগবিধি বাস্তবায়ন ও হালনাগাতকরণ এবং স্বাস্থ্য বিভাগীয় কাজ থেকে বিরত রেখে মাঠ কর্মচারীদের দ্বিগুণ কর্মঘণ্টা থেকে মুক্ত রাখা সহ উন্নয়ন রাজস্বের সমস্যা নিরসনের দাবিতে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেবীদ্বার শাখা মানববন্ধন ও প্রতিবাদ সভা পালন করেছে।
আজ সোমবার সকালে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির দেবীদ্বার শাখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে পরিবার পরিকল্পনা বিভাগের এপিআই আক্তারুজ্জামান এর সভাপতিত্বে এবং এফডব্লিওএ নিলিমা শারমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন এফপিআই মোঃ মমিন খান, ভানী প্রবাসী, মর্জিনা বেগম, হোসনেয়ারা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মচারীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরা আজ নানা বৈষম্যের শিকার। বেতন বৈষম্য, টেকনিক্যাল স্কেল বঞ্চিত, টার্গেট প্রথার অসহনীয় যন্ত্রণা, পরিবার পরিকল্পনা বিভাগের দায়িত্ব পালনের পরও উর্ধতন কর্মকর্তার নির্দেশে অনিচ্ছা স্বত্বেও চাকরি রক্ষায় বাধ্য হয়ে স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। এ ছাড়াও উন্নয়ন রাজস্বের অমানবিক সমস্যা, শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে উন্নীতকরণ- নিয়োগবিধি বাস্তবায়ন ও হালনাগাতকরণসহ নানা সমস্যা নিয়ে সরকারের দৃষ্টিগোচর করেও ন্যায্য অধিকার প্রাপ্তির ফলাফলের আলোর মুখ দেখি নাই, বাধ্য হয়ে দাবি আদায়ে আদালতের স্বরনাপন্ন হয়েছি। এখন আবারো আদালতের রায় দ্রুত বাস্তবায়নে আন্দোলন করতে হচ্ছে। অনতিবিলম্বে দাবি আদায় না হলে আমরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব।