আবু রায়হান চৌধুরী, হোমনা (কুমিল্লা) থেকেঃ
কুমিল্লার হোমনা পৌার সভার ৯নং ওয়ার্ড লটিয়ার দক্ষিণপাড়া এলএসপি স্পোর্টিং ক্লাব ও উত্তরপাড়া বন্ধু স্পোর্টিং ক্লাবের মধ্যে ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩.৩০মিনিটে লটিয়া উত্তর পাড়া খেলার মাঠে ৯নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান সোহাগ এর সভাপতিত্বে উৎসবমূখর পরিবেশে এই ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন,হোমনা পৌর মেয়র অ্যাডভোকেট মো.নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লটিয়া গ্রামের প্রবীন ব্যক্তি আব্দুল আজিজ প্রধান। খেলা পরিচালনা কমিটির আমির সরকার,নজরুল ইসলাম,সাইফুল ইসলাম,মোসলেম মিয়া প্রমূখ। উক্ত খেলায় উত্তরপাড়া বন্ধু স্পোর্টিং ক্লাবকে ১২ ওভারে ৮৮রানের ব্যবধানে খেলতে নেমে রান ও উইকেটকে তারা করতে গিয়ে ৬উইকেট হারিয়ে ১ওভার ৪ বল হাতে রেখে খেলার অধিনায়ক ইয়াসিন আরাফাত,সহ-অধিনায়ক পারভেজ,মারুফ এর অত্যান্ত প্রচেষ্ঠায় ও অন্যান্য খেলোয়ার সেলিম রানা,সোহেল,সুজন,সোহেল (২), সোহাগ, নয়ন, রিয়াজ, হালিম, মেহেদি, নাইম,মামুন (১),মামুন (২),জুয়েল আশরাফ এর অক্লান্ত পরিশ্রমে জয়ের লক্ষ্যে পৌছে যায় লটিয়া দক্ষিণপাড়া এলএসপি স্পোর্টিং ক্লাব।
টুর্ণামেন্টটির সার্বিক সহযোগিতায় ছিলেন,সজীব আহমেদ,আবু তালেব,মো.রাসেল আহমেদ,মমিন উদ্দিন,মো.করিম। এসময় উপস্থিত ছিলেন,এলাকার কয়েক শতাধিক স্থানীয় জনসাধার দর্শকবৃন্দ।