ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় মামলার বাদীকে কুপিয়ে হত্যা করল আসামিরা

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লায় আদালতে যাওয়ার সময় মামলার বাদীকে কুপিয়ে হত্যা করেছে আসামি ও সঙ্গীরা। আজ বৃহস্পতিবার সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শিবপুর মধ্যমপাড়া কবরস্থানের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার সময় সম্পত্তি নিয়ে একটি মামলার রায় শুনতে তিনি আদালতে যাচ্ছিলেন বলে জানা গেছে।

নিহত বাদীর নাম মিজানুর রহমান (৩৫)। তিনি কুমিল্লার সদর দক্ষিন উপজেলার শিবপুর মধ্যমপাড়ার সৈয়দুজ্জামানের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় সম্পত্তি নিয়ে বিরোধের মামলার রায় শুনতে আদালতে যাচ্ছিলেন মিজানুর রহমান। আদালতে যাওয়ার পথে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শিবপুর মধ্যমপাড়া কবরস্থানের সামনে আসলে তাকে ওই মামলার আসামিরা কুপিয়ে জখম করে। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। তারা আরো জানান, নিহত মিজানুর রহমানের বুকের মাঝে ও দুই পাশে ৪টি কোপের চিহ্ন রয়েছে।

প্রত্যক্ষদর্শী মিজানের মামাতো ভাই আবুল মিয়া জানান, তিনি, নিহত মিজান ও মিজানের চাচা মামলার কাগজপত্র সাথে নিয়ে কুমিল্লা আদালতে যাওয়ার উদ্দেশে মোটরসাইকেলযোগে রওনা হন।
মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মিজানুর রহমান। তারা মধ্যমপাড়া কবরস্থানের সামনে আসা মাত্র কামাল হোসেন ওরফে আলমাস (৪৫), মৈয়দুর আলী (৫০)সহ আরো ৫/৬ জন আসামি এসে মিজানুর রহমানকে এলোপাথারি কুপিয়ে জখম করে। এ সময় তিনি(আবুল মিয়া) বাধা দিতে গেলে তাকেও মেরে আহত করে।  তাদের সাথে থাকা আদালতের ফাইলগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। চিৎকার চেচামেচি করলে মিজানের ছটফটানি দেখে খুনিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা মিজানকে দ্রুত কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

তিনি জানান, মিজানুর রহমান জমি ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় মামলার রায়ের তারিখ পিছিয়ে গেছে।

কুমিল্লা জেলা জজ আদালতের আইনজীবী নরেন্দু বিকাশ সবৃাধিকারী দোলন জানান, নিহত মিজানুর রহমানের বিরুদ্ধে তার মামলার আসামিরাও একটি সাজানো প্রতারণা মামলা করেছিল। ঢাকা-চট্টগ্রাম রেলপথের ডবল লাইনের জমি অধিগ্রহণের টাকা আত্মসাতের মামলা। যা পুরোটাই সাজানো। এ মামলায় জামিনে বের হয়ে দ্বিতীয় হাজিররার তারিখ ছিল আজ।

নিহত মিজানের মামাতো ভাই আবুল মিয়া জানান, হামলাকারীদের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে।

এ ব্যাপারে কুমিল্লা কোতয়ালী থানার পুলিশের উপ-পরিদর্শক মো: নাজমুল হাসান জানান, নিহত মিজানের শরীরে চারটি জখম রয়েছে। বুকের বাম পাশে বড় ধরনের জখম রয়েছে। আমরা সুরতহাল প্রতিবেদন লিখে ময়নাতদন্তের পর বিস্তারিত বলতে পারব।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে কৃষক ও উদ্যোক্তাদের দিনব্যাপী কর্মশালা

কুমিল্লায় মামলার বাদীকে কুপিয়ে হত্যা করল আসামিরা

আপডেট সময় ০১:৪৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮
কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লায় আদালতে যাওয়ার সময় মামলার বাদীকে কুপিয়ে হত্যা করেছে আসামি ও সঙ্গীরা। আজ বৃহস্পতিবার সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শিবপুর মধ্যমপাড়া কবরস্থানের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার সময় সম্পত্তি নিয়ে একটি মামলার রায় শুনতে তিনি আদালতে যাচ্ছিলেন বলে জানা গেছে।

নিহত বাদীর নাম মিজানুর রহমান (৩৫)। তিনি কুমিল্লার সদর দক্ষিন উপজেলার শিবপুর মধ্যমপাড়ার সৈয়দুজ্জামানের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় সম্পত্তি নিয়ে বিরোধের মামলার রায় শুনতে আদালতে যাচ্ছিলেন মিজানুর রহমান। আদালতে যাওয়ার পথে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শিবপুর মধ্যমপাড়া কবরস্থানের সামনে আসলে তাকে ওই মামলার আসামিরা কুপিয়ে জখম করে। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। তারা আরো জানান, নিহত মিজানুর রহমানের বুকের মাঝে ও দুই পাশে ৪টি কোপের চিহ্ন রয়েছে।

প্রত্যক্ষদর্শী মিজানের মামাতো ভাই আবুল মিয়া জানান, তিনি, নিহত মিজান ও মিজানের চাচা মামলার কাগজপত্র সাথে নিয়ে কুমিল্লা আদালতে যাওয়ার উদ্দেশে মোটরসাইকেলযোগে রওনা হন।
মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মিজানুর রহমান। তারা মধ্যমপাড়া কবরস্থানের সামনে আসা মাত্র কামাল হোসেন ওরফে আলমাস (৪৫), মৈয়দুর আলী (৫০)সহ আরো ৫/৬ জন আসামি এসে মিজানুর রহমানকে এলোপাথারি কুপিয়ে জখম করে। এ সময় তিনি(আবুল মিয়া) বাধা দিতে গেলে তাকেও মেরে আহত করে।  তাদের সাথে থাকা আদালতের ফাইলগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। চিৎকার চেচামেচি করলে মিজানের ছটফটানি দেখে খুনিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা মিজানকে দ্রুত কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

তিনি জানান, মিজানুর রহমান জমি ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় মামলার রায়ের তারিখ পিছিয়ে গেছে।

কুমিল্লা জেলা জজ আদালতের আইনজীবী নরেন্দু বিকাশ সবৃাধিকারী দোলন জানান, নিহত মিজানুর রহমানের বিরুদ্ধে তার মামলার আসামিরাও একটি সাজানো প্রতারণা মামলা করেছিল। ঢাকা-চট্টগ্রাম রেলপথের ডবল লাইনের জমি অধিগ্রহণের টাকা আত্মসাতের মামলা। যা পুরোটাই সাজানো। এ মামলায় জামিনে বের হয়ে দ্বিতীয় হাজিররার তারিখ ছিল আজ।

নিহত মিজানের মামাতো ভাই আবুল মিয়া জানান, হামলাকারীদের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে।

এ ব্যাপারে কুমিল্লা কোতয়ালী থানার পুলিশের উপ-পরিদর্শক মো: নাজমুল হাসান জানান, নিহত মিজানের শরীরে চারটি জখম রয়েছে। বুকের বাম পাশে বড় ধরনের জখম রয়েছে। আমরা সুরতহাল প্রতিবেদন লিখে ময়নাতদন্তের পর বিস্তারিত বলতে পারব।