কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লায় পূর্ব বিরোধের জের ধরে মিজানুর রহমান (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার লালমাই বাজারে এ ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান স্থানীয় বারপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামের সৈয়দ জামানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিজানুর রহমানের পরিবারের সাথে একই গ্রামের কিছু লোকের জমি নিয়ে বিরোধ ও মামলা চলে আসছিল। আজ বৃহস্পতিবার মিজান মোটরসাইকেলযোগে কুমিল্লা আদালতের উদ্দেশ্যে যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা চালায়। একপর্যায়ে তারা তাকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা আহত মিজানকে উদ্ধার করে কুমিল্লা নগরীর একটি হাসপাতালে আনার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, পূর্ব বিরোধের জের ধরে মিজানের উপর তার প্রতিপক্ষের লোকজন এ হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে জেনেছি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি।