কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লায় সাদ্দাম হোসেন (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার ভাটপাড়া এলাকার একটি জমি থেকে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত সাদ্দাম হোসেন জেলার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বালুধুম গ্রামের আবদুল লতিফের ছেলে।
সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, যুবকের ক্ষত-বিক্ষত ও রক্তাক্ত মরদেহটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি জমিতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের স্বজনরা মরদেহ শনাক্ত করেছেন। গভীর রাতে ওই যুবককে খুন করে মরদেহটি সেখানে ফেলে দেয়া হতে পারে বলে ওসির ধারণা।