নাজমুল করিম ফারুক , তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়নের অগ্রগতির প্রতিবন্ধকতার কারণ নির্ণয়ে অরাজনৈতিক প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের নিয়ে প্রশাসনের বিশেষ মতবিনিময় সভা বুধবার বিকাল ৩টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে এতে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল আউয়াল, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. কামাল হোসেন, তিতাস উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাজমুল করিম ফারুক, পুরান বাতাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন খান, জগতপুর সরকার বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন আহমেদ, বলরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোকন আরা, বন্দরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, দড়িমাছিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদির, মানিককান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মালিকা পারভীন, নারান্দিয়া দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন মোল্লা, পূর্ব দড়িকান্দি হাজি তারা মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আক্তার, মজিদপুর পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানজিনা আক্তার প্রমূখ।
উপজেলার প্রায় ৯০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে প্রতিবন্ধকতা তৈরী করেছে এমন বিষয়গুলো তুলে ধরা হয়। যা পরবর্তীতে উপজেলা শিক্ষা কমিটির মাধ্যমে বাস্তবায়নের সুপারিশ করা হবে।