জাতীয় ডেস্কঃ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার এক দলীয় শাসন ব্যবস্থা চালু করতে কাজ করছে। সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সরকার জনগণকে ভয় পায়।
বুধবার বিকালে গাজীপুর মহানগরীর পূবাইল মাজুখান এলাকায় নিহত ছাত্রদল নেতা জাকির হোসেনের বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, গাজীপুরের জাকির হোসেনকে পুলিশ হেফাজতে নিয়ে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করেছে। জাকিরের পরিবার এখন অসহায় অবস্থায় আছে। তার মা, স্ত্রী ও দুই সন্তান নিদারুন কষ্টের মধ্য পড়ে গেল। এমন হাজারো পরিবার আজ সারা বাংলাদেশে যারা গণতন্ত্রকে দেখতে চায় তাদের এমন পরিণতি হচ্ছে। এই সরকার যতোদিন থাকবে ততোদিন জনগণের কষ্ট হবে। এখন জনগণের ঐক্যে প্রয়োজন।
এ সময় অন্যদের মধ্যে গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুলসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।