কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৭টি পদের মধ্যে সভাপতিসহ ৪টি পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ বিজয়ী হয়েছে।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা সাব-কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ নুরুর রহমান শুক্রবার দুপুরে এ ফলাফল ঘোষণা করেন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ৪টি পদে নির্বাচিতরা হলেন- সভাপতি পদে অ্যাডভোকেট আবুল হাশেম খান সভাপতি, সহ-সভাপতি অ্যাডভোকেট মো. জুলফু মিয়া, এসিস্ট্যান্ট সেক্রেটারি এনরোলমেন্ট পদে নবেন্দ বিকাশ দোলন ও সদস্য পদে মোসাম্মৎ হাসিনা আক্তার।
বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের ১৩টি পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মোস্তফা কামাল (২), সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. গোলাম মোস্তফা (২), সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সাত্তার, ট্রেজারার পদে অ্যাডভোকেট মো. ইলিয়াস মজুমদার, সেক্রেটারি লাইব্রেরি অ্যাডভোকেট মো. মোশারফ হোসেন খোন্দকার, এনরোলম্যান্ট অব অ্যাডভোকেটসসের ফার্নিচার সেক্রেটারি অ্যাডভোকেট মো. আবু তাহের, রিক্রিয়েশান কালচারাল এফেয়ার্সেও সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম এবং সদস্য পদে অ্যাডভোকেট মো. আবদুস সবুর, অ্যাডভোকেট মো. আল মামুন খন্দকার, অ্যাডভোকেট মো. এনামুল হক, অ্যাডভোকেট মো. এরশাদুল হক, অ্যাডভোকেট লতিফা বেগম ও অ্যাডভোকেট পারিজাত চন্দ্র সাহা।